สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต
สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต
জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধ এর উপায় সমূহ - Prof. Dr. Nurjahan Begum

জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধ এর উপায় সমূহ

জরায়ুর  মুখের  ক্যান্সার  প্রতিরোধ  এর  উপায় সমূহ :

নারী ক্যানসারের  কারনে  নারী  মৃত্যুর হার  জরায়ুর  মুখের  ক্যান্সারই  ১ নং । সুতরাং এর  প্রতিরোধ  আমাদের  জানা  জরুরী ।

১। ভ্যাকসিন  বা  টিকা  দেওয়া –

জরায়ুর  মূখের  ক্যান্সার  প্রতিরোধে  ৩ ডোজ

ভ্যাকসিন  দেওয়া আবশ্যক ।

কত  বছর   থেকে   শুরু  করা  যাবে ?

৯ বছর  বয়স  থেকে । আমরা  বলি  ৯ থেকে  ২৬ বছরের  মধ্যে  এই  টিকা  নিতে ।

কারন কি ?

 বিরুদ্ধে

যৌনমিলন  শুরুর  আগে  এই  টিকা  নিলে  জরায়ুর  মুখের  ক্যান্সার  সৃস্টিকারী  HPV ভাইরাস  এর   বিরুদ্ধে  শরীরে   প্রতিরোধ  গড়ে  উঠে ।

কত  বছর  বয়স  পর্যন্ত্য  নেওয়া  যায় ?

৪৫ বছর  পর্যন্ত;তবে কতোটুকু  প্রতিরোধ  হবে  তা  বলা  যাবেনা -তেমন  গবেষনা  সম্পন্ন  হয় নাই ।

২। জীবনযাত্রার  পরিবর্তন :

*  বাল্যবিবাহ  বন্ধ ?

* কম বয়সে যৌনমিলন  শুরু  থেকে  বিরত  থাকা

*কম বয়সে  সন্তান  প্রসব  বন্ধ

* বহুগামিতা  পরিহার

* বহুগামি সংগী / সংগীনি  পরিহার

 * নিম্নযৌনাঙ্গসহ  শরীর  পরিস্কার  রাখা

* সহবাসের  পর  নিম্নযৌনাঙ্গ পরিস্কার  করা

* ধূমপান . তামাক . অ্যালকোহল পরিহার ।

 * ধূমপায়ীদের  থেকে  দূরে  অবস্থান ।

* একনাগারে  ৫ বছরের  বেশি  জন্মনিয়ন্ত্রণ  পিল না  খাওয়া ।

* যে  নারীর  স্বামীর  আগের  স্ত্রী  জরায়ুর  ক্যান্সারে  মারা  গিয়াছে ; তাঁকে  ডাক্তারের যথাযথ চেক _আপ  এ  থাকা । i

* নিয়মমাফিক  সার্ভিক্যাল  স্ক্রিনিং  করা ।

আমার  আকুল  আবেদন  নিজেরা  সচেতন  হন এবং  অন্যদের  সচেতন  করুন ও  প্রানঘাতি  জরায়ুর  মুখের  ক্যান্সার  প্রতিরোধ  করুন ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top