কিছু মেয়ের জরায়ুতে পর্দা /septum থকে , বিধায় জরায়ুর ভিতরের ফাঁপা অংশ ছোট হয় এবং পর্যাপ্ত স্থানের অভাবে কনসিভ হয়না ।
হিসটারোষকপি (hysteroscopy ) করে উক্ত পর্দা অপসারণ করলে খোদার কৃপায় বেবি আসে । ২৫ বছর বয়স্ক মাসূমার ১ বছর আগে পর্দা ফেলা হয় । ৩ দিন আগে তিনি পুত্র সন্তানের মা হন । বেবীর নড়াচড়া একেবারে কমে গেলে তাঁর সিজার করা হয় । বেবীর ওজন মাত্র ২ কেজি তবে সবার দোয়ায় সুস্থ রয়েছে , ইন্কিঊবিটরে রাখা লাগে নি । আমিন