গর্ভাবস্থায় ওভারিয়ান সিস্টজনিত সমস্যা এবং সমাধান ঃ
প্রেগ্ন্যাসির আগেই নারির ওভারিতে সিস্ট থাকলে(৪/৫ সে.মি.) বা আরও বড়) হলে নিম্নোক্ত
সমস্যা গুলো হতে পারে-
* পেটে সবসময় চাপ বা
ব্যথা
* আকারে বড় হওয়া
* বমি হওয়া,
* পেট ফাপা,
* খেতে না পারা
* সিস্ট পেটের ভিতরে ফেটে যাওয়া
* পেটে প্রচন্ড ব্যথা
* বমি, বমি ভাব বা বমি
* জ্বর (চিকিৎসা না করলে )
* সিস্ট পেটের ভিতরে ফেটে গেলে করনীয়:
হাসপাতালে জরুরি ভিত্তিতে রোগীকে ভর্তি এবং নিবিড় পর্যবেক্ষনে রেখে মেডিসিন প্রয়োগে চিৎকিসা করা ।
এ অবস্থার উন্নতি না হলে সিস্ট থেকে বেড়িয়ে পড়া রক্ত ও তরল অপারেশন করে বের করা হয়।
এখানে রোগিকে অজ্ঞান করা লাগে
অপারেশন এর পর গর্ভপাতের ভয় থাকে।
* সিস্ট মোচর খাওয়া-
ওভারিয়ান সিস্ট মোচর খেলে পেটে হটাৎ তীব্র / প্রচন্ড ব্যথা হয় ; জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করে
মোচর খুলে না দিলে এবং সিস্ট
ফেলে না দিলে উক্ত ওভারির রক্ত সরবরাহ বন্ধ হয়ে পঁচন ধরে । ফলে. পুরো ওভারি ফেলে দিতে হয় যা কারো কাম্য নয়। পুরো ১ টি ওভারি না থাকলে মেয়েলি হরমোন শরীরে কমে – যা শরীরে অনেক ধরনের সমসা করে ।
শুধু ১ টি ওভারি থেকে ডিম মুক্ত হয় বলে ডিম তাড়াতাড়ি শেষ হয় – ফলতঃ বন্ধ্যাত্ব আস ।
কোন কোন সিস্টগুলো মোচর খায় –
ডায়মোয়েড সিস্ট
সেরাস সিস্ট এডেনোমা
মিউসিনাস সিস্ট এডেনোমা
গর্ভাবস্থায় ওভারিতে সিস্ট থাকলে কি কি জটিলতা হতে পারে ?
বেবির পজিশন উল্টো হতে পারে ।
সময়ের আগে প্রসব বেদনা শুরুর সম্ভাবনা থাকে ।
নরমাল ডেলিভারি প্রলম্বিত বা বাধাগ্রস্ত হয় ।
সিজার লাগে ।
সর্তকতা-
গর্ভ ধারনের আগে গাইনী বিশেষজ্ঞকে দেখাতে হবে এবং উনার পরামর্শ মেনে চলতে হবে ।
প্রয়োজনে গর্ভ ধারনের আগে সিস্ট ফেলে দিতে হবে ।
আমরা যত সচেতন হবো এবং দ্রুত স্বাস্থ্য
সেবা নিবো ততো জটিলতা থেকে রেহাই পাবো । আমিন ।