গর্ভবতী হবার আগে স্বাস্থ্য পরীক্ষা করা ভালো

গর্ভবতী  হবার  আগে  স্বাস্থ্য  পরীক্ষা  করা  ভালো –

 প্রসূতি বিশেষজ্ঞকে  দেখানোর  সময় নারীকে  কিছু  তথ্য অবশ্যই  দিতে  হবে ।

*সঠিক  বয়স

*আত্মীয় সম্পর্কিও  কারো  সাথে  বিবাহ  বন্ধনে  আবোধ্য  হয়েছেন  কি  না

*নিজের বা  পরিবারের  সদস্যদের  কারও  ডায়াবেটিস .থাইরযয়েড .উচ্চ  রক্তচাপ.  রক্তে  কোলেস্টেরল  এর  আধিক্য .স্বাষকস্ট .হৃদরোগ .কিডনির রোগ .লিভার  রোগ .রক্ত  জমাট  না  বাঁধা  বা  অতিরিক্ত  রক্ত  জমাট  বাঁধা (Thrombophilia) সমস্যা .মৃগী  রোগ.  SLE  দাঁতের  মাড়ি  দিয়া  রক্ত  পড়ার  সমস্যা আছে  কি  না —

বহুদিন  ধরে  বড় কোন  রোগের  জন্য  কোন মেডিসিন  খাচ্ছেন  কি  না

* দম্পতির  পরিবারে  বিকলাঙ্গ  শিশুর  জন্ম  হয়েছে  কি  না

*নিজের  বা  পরিবারের  কারো  শরীরে  কোন  কারনে  রক্ত  নিতে  হয়ে  থাকলে  তার বিবরন ।

*রোগ  প্রতিরোধের  টিকার  বিবরন প্রমান  সাপেক্ষে ।

উপরোক্ত  ইতিহাস  নেবার  পর  চিকিৎসক  *শরীর  পরীক্ষা  করবেন –

ব্লাড প্রেসার .পাল্স  রেকর্ড

রক্ত বা  পানি শূন্যতা .শরীরে  পানির  আধিক্য (ইডিমা ) পর্যবেক্ষন ।

শরীরে  ইনফেকশন  বা হরমোন  অসমতার  লক্ষন  সনাক্তকরন

*প্রজনন তন্ত্রের  পরীক্ষা o

*কিছু  ল্যাব  টেস্ট :

রক্তে  হেমোগ্লোবিনের  মাত্রা  নির্নয় (Hb%)

CBC(রক্তের )

 রক্তের  গ্রুপ

রক্তে  সুগার  এর  পরিমান (RBS)

রক্তে  হেপাটাইটিস B .C ও HIV(বিশেষ  ক্ষেত্রে ) এর  উপস্থিতি

যৌনবাহিত  রোগ  _গনোরিয়া ..সিফিলিস ক্লেমাইডিয়া সনাক্তের  টেস্ট

প্রস্রাব  পরীক্ষা

তলপেটের  usg

রুবেলা  স্ক্রিনি:

থায়রয়েড  হরমোন পরীক্ষা

*কিছু  মেডিসিন  গর্ভ  ধারনে  ইচ্ছুক  নারীকে  খেতে  হবে –

Tablet Folic Acid

কৃমিনাশক  ঔসধ

মাল্টিভিটামিন

Vitamin E Capsule(মতান্তরে )

*মুখে  খাওয়া  ডায়াবেটিস  এর  মেডিসিন  ইনজেকশন  এ  রূপান্তরিত  করতে  হবে  এবং  প্রেসার  এর  ঔসধ  ও  পরিবর্তন  করতে  হবে

উপদেশ :  কিছু টিকা  নেওয়ার  পর  পরই বাচ্চা  নেওয়া  যাবেনা – ডাক্তার  এর  দেওয়া  সময়  অনুসরণ  করতে  হবে ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top