গর্ভপাত (Abortion) / মিসক্যারেজ সম্বন্ধে কিছু অজানা তথ্য:পর্ব -৩

গর্ভপাত  পরবর্তী  ঝুঁকি  কি কি ?

অপরাধী  অনুভূতিতে  আচ্ছন্ন

পাপের  ভয়

বিষন্নতা

খিটখিটে  মেজাজ

ক্লান্তি  বোধ  অল্প অল্প করে ২ সপ্তাহের  বেশি

 রক্তক্ষরন /অতিরিক্ত রক্তক্ষরন

তলপেটে দীর্ঘস্থায়ী  ব্যথা

ইনফেকশন

দুর্গন্ধযুক্ত  রক্তমিশ্রিত  স্রাব  যাওয়া

জ্বর আসা   বমি ভাব  বা   বমি

জরায়ু  বা  নাড়ি  ফুটো )Perforation  of  Uterus& intestine) হওয়ার  দরুন

মরণাপন্ন  অবস্থা  ও জরুরী  অপারেশোন   (দায়  শিকড়  দিয়া  গর্ভপাত  করলো)

মাসিক  বন্ধ হওয়া (Amenorrhoea) -জরায়ুর  সবচেয়ে  ভিতরের  আবরন  ইনফেকশন  হয়ে  নস্ট  হলে  অথবা  D&C করার  সময়  আবরন  পুরো  ফেলে  দিলে ।

দীর্ঘস্থায়ী  তলপেটে  ব্যথা (Chronic Pelvic Pain )

স্বাস্থ্যহানি

.অনিদ্রা

 বন্ধ্যাত্ব ।

গর্ভপাত  পরবর্তী  যত্ন :

ইনফেকশন  প্রতিরোধ  এর  জন্য  Antibiotic  খেতে  হবে  ।

প্রতিদিন  গোসল  করতে  হবে  ও পরিস্কার  সুতি  ও  ঢিলে – ঢালা  পোশাক  পরিধান  করতে  হবে

দিনে   ৬ বার  স্যানিটারি  প্যাড  বদলাতে  হবে

পুস্টিকর  খাবার  ও প্রচুর   পানি  ও  তরল খাবার  খেতে  হবে  ।

বন্ধু / বান্ধব  ও আপনজনদের  সাথে  বিভিন্ন  ধরোরোনের  গল্প  করতে  হবে

কর্মস্থল  ও পরিবারের  কাজে  ব্যস্ত  থাকতে  হবে

১৫ দিন   সহবাস থেকে  বিরত  থাকতে  হবে

৭ দিনের  বেশি  রক্তক্ষরন  হলে  ডাক্তারের  পরামর্শ  নিতে  হবে ।

৭ দিন  পর  usg  করে  জরায়ু  খালি  আছে  কি  না  তা  জানতে  হবে  ।

Scroll to Top