গর্ভপাত (Abortion)/ মিসক্যারেজ সম্বন্ধে কিছু অজানা তথ্য: পর্ব -২

গর্ভপাত (Abortion)/ মিসক্যারেজ সম্বন্ধে  কিছু  অজানা  তথ্য: পর্ব -২

গর্ভপাত হলে  কি  পরবর্তীতে  গর্ভধারণ  ও  সুস্থ্য  বাচ্চা  প্রসবে  অসুবিধা  হয় ?

না

গর্ভপাতের  কত  সময়  পর  প্রেগন্যান্ট  হলে  অসুবিধা  হয় না ?

৩ মাস  পর

গর্ভপাতের  উপসর্গ  কি কি ?

*  জরায়ুর  থেকে  ফোঁটা ফোঁটা বা  বেশি  রক্তক্ষরণ  ; রক্তের  রং  কালচে  বা লালচে  হতে  পারে ।

*তলপেটে  ব্যথা

* মাংসাল  চাকা  যোনি  পথে  নির্গমন ।   ভ্রুনের  বৃদ্ধি  বন্ধ হলে এবং  হার্ট  চলে গেলে  উপরের  উপসর্গগুলো নাও  দেখা  দিতে  পারে  তবে  প্রেগনেন্সির  লক্ষনগুলো  চলে  যেতে  শুরু  করে ।

এ  ধরনের  গর্ভপাতের  নাম  কি ?

মিসড  এবোর্সন (Missed  Abortion ) .

মিসড এবোর্সন এর  চিকিৎসা  কি ?

 রক্তের  কিছু  পরীক্ষা  নিরীক্ষা  করার  পর  জরায়ু  থেকে  মৃত্যু  ভ্রুন  সম্পূর্ন  বের  করে  ফেলা  ।

গর্ভপাত  নির্নয়ের  উপায় ?

তলপেটের  USG  করা ।

জরায়ু  ও জরায়ুর  মুখ  পরীক্ষা  করা ।

চিকিৎসা  :

গর্ভ  অসম্পুর্ন  থাকলে  ডিএন্ডসি   করা ।

ডিএন্ডসি কে ও  কোথায়  করা  নিরাপদ ?

দক্ষ  ডাক্তার

উৎকৃষ্ট  মানের  হাসপাতাল / ক্লিনিক

জীবানুমুক্ত  যন্ত্রপাতি ।

 গর্ভ ১৪ সপ্তাহ  হলে  জরায়ুর  মুখের  উপরে  সেলাই  দেওয়া  হয় যদি

জরায়ুর  মুখ  বড় হয় ।

গর্ভধারনের  আগে  কি  এ  সেলাই  দেওয়া  যায় ?

হা

কীভাবে ?

ল্যাপারোস্কোপি  এর  সাহায্যে ।

গর্ভপাত  কি  প্রতিরোধ  করা  যায় ?

 হা  কিছু  কিছু  ক্ষেত্রে ।

কিভাবে ?

গর্ভপাতের  ঝুঁকিপূর্ন  কারনের  চিকিৎসা  করে ।

হিস্টেরোস্কোপি করে  জরায়ুর  টিউমার বা  সেপটাম  / পর্দা  সরায়ে  নিলে ।

রক্ত  জমাট  বাঁধা  রোগের  মেডিসিন  দিয়া  চিকিৎসা  করলে ।

ক্রোমোজোম  সমস্যার  জন্য  আমাদের  দেশে  কি  চিকিৎসা  আছে ?

না

থেরাপিউটিক  গর্ভপাত  কখন করা  হয় ?

 চলমান গর্ভ  অগ্রসরে  মায়ের  মৃতু্র  আশংকা থাকলে ।

গর্ভপাতের  পর  কি  কোন  পরীক্ষা  করতে  হয় ?

হা

কি  পরীক্ষা  এবং  কেন ?

তলপেটেআর USG করে  দেখা হয়  জরায়ুর  ভিতর  সম্পূর্ন  পরিস্কার  হয়েছে  কি  না ।

সম্পূর্ন  পরিস্কার  না হলে  কি ক্ষতি  হয় ?

লাগাতার  জরায়ু  থেকে  রক্তক্ষরন  এবং  ইনফেকশন  হয় ।

ইনফেকশন  হলে  কি কি  উপসর্গ হবে ?

জ্বর

তলপেটে  ব্যথা

দুর্গন্ধযুক্ত  রক্তমিশ্রিত  স্রাব

বমি ভাব  বা বমি

খিটখিটে  মেজাজ

ইনফেকশন  হলে  কি  বন্ধ্যাত্ব  আসে ?

হা ;টিউব  বন্ধ  হয় ; ফলতঃ  মহিলা   বন্ধ্যত্বের  শিকার  হয় ।

সামাজিক মূল্যবোধে  কখন  গর্ভপাত  করা  হয় ?

 ধর্ষনে  গর্ভ  আসলে ।

গর্ভপাত  কি  ইসলাম  সমর্থন  করে ?

 না

কাপফারা  দিলে  কি  গর্ভপাত  করার পাপ  মোচন  হয় ?

না  ।

পাপ মোচনের  উপায়  কি ?

আল্লাহর  কাছে  কেঁদে  ক্ষমা  চাওয়া ।

 এখনও  কি  গ্রামে – গঞ্জে  লোক -লজ্জাo

র ভয়ে  মহিলারা  দায় দিয়া  গর্ভপাত করানোর  জন্য   গাছের  শিকড়

  জরায়ুতে  প্রবেশ  করায় ? এতে  কি কি   অসুবিধা  হয় ?

 হা .এখনও গর্ভপাত  করানোর  জন্য  গাছের

শিকড় ব্যবহার হয়  ।

;দায়  প্রজনন  তন্ত্রের  অবস্থান  নাজানার   জন্য  জরায়ু  ও খাদ্যনালি  ফুটো  করে  ফেলে  যা  রুগীর  মৃত্যু  ঘটায় ।

সুতরাং  আমরা  জন্মনিয়ন্ত্রণ  করি  গর্ভপাত  থেকে  বিরত  থাকি ।

 আর  গর্ভপাত  করলেও  গর্ভের  প্রথম  সময়ে (৭-১২ সপ্তাহে)  দক্ষ  ডাক্তার .পরিচ্ছন্ন  হাসপাতাল ও জিবনূমূক্ত  যন্ত্র  এর  সাহায্য  নি যাতে  জটিলতা  ও  মৃত্যু  কমানো  যায় ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top