สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต
สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต
গর্ভধারণের আগেই হেপাটাইটিস বি ভাইরাস - Prof. Dr. Nurjahan Begum

গর্ভধারণের আগেই হেপাটাইটিস বি ভাইরাস

গর্ভধারণের  আগেই  হেপাটাইটিস  বি  ভাইরাস

নিস্ক্রিয়  অবস্থায়  নারীর রক্তে  বিদ্যান  থাকলে এবং  গর্ভাবস্থায়  হটাৎ  উক্ত ভাইরাস  স্বস্ক্রিয় হলে  বা নতুন করে  সংক্রমিত  হলে  মা  ও গর্ভস্থ  বাচ্চার  কি কি  অসুবিধা  হতে  পারে এবং

 কি করনীয় :

আগে  জানি – লিভারের  প্রদাহকে  হেপাটাইটিস  বলে ।

A.B.C. D. & E .F .G ভাইরাস  হেপাটাইটিস  করে । উক্ত  ভাইরাসগুলির  মধ্যে  B .C .D ভয়াবহ  এবং  B ভাইরাস   সংক্রমনের  হার  সবচেয়ে  বেশি ।

হেপাটাইটিস  বি  ভাইরাস  কিভাবে  রক্তে  আসে ?

 রক্ত এবং শরীরের  রস  এর  মাধ্যোমে  ভাইরাস   আক্রান্ত  ব্যক্তি  থেকে সুস্থ্য জনগনের দেহে  প্রবেশ  করে ।

ঝুঁকিপুর্ন   ক্রিয়াকলাপ  সম্বন্ধে জ্ঞান  থাকা  জরুরী :

 সংক্রামিত  ব্যক্তির  রক্ত  নিলে

সংক্রামিত

সংক্রামিত ব্যক্তির  সাথে  অরক্ষিত  সহাবস্থান  করলে ।

সেলূনে  বা  পারলারের  ভাইরাসযুক্ত  ধারালো  জিনিস  ব্যবহার  করলে ।

একই  সুঁচ  দিয়া আসক্ত  ব্যক্তিরা  ইনজেকশন  নিলে ।

সুদুর  গ্রামে  চিকিৎসা  হিসাবে  ইনজেকশন  বা স্যালাইন নেওয়ার  সময়  সেবাদানকারী  ভাইরাসযুক্ত  সুঁচ /সিরিঞ্জ   ব্যবহার করলে ।

অপারেশন  এর  যন্ত্রপাতি  জীবানুমুক্ত  না হলে ।

সংক্রামোক  কয়  ধরনের  এবং  কার  বেলায়  কি  উপসর্গ :

২ প্রকার

a) স্বল্পমেয়াদি  -৬ মাস  বা  কম

b) দীর্ঘ  মেয়াদি – ৬ মাসের  বেশি

স্বক্রিযো  ভাইরাস  কি  উপসর্গ  –

বমি ভাব  বা  বমি

জ্বর

গা  ম্যাজ  ম্যাজ বাস শরীর ও মাথা  ব্যথা

ক্ষুধামন্দা

 ডান  বুকের নিচে  পেটে  ব্যথা

জন্ডিস

চোখ  লাল / হলুদ

প্রস্রাব  হলুদ

জিহ্বার  তলা  হলুদ

শরীরের  ত্বক  হলুদ

গিরা  ব্যথা

রক্ত বমি  হওয়া  দুর্বলতা

অজ্ঞান  হওয়া ।উক্ত  অসুবিধা গুলো  লিভার  কাজ  ঠিকমতো  করতে  না পারার  জন্য । নিস্ক্রিয়  ভাইরাস  বহনকারীর  তেমন  ক্ষতি  হয়না  তবে  অন্যকে  সংক্রামিত  করে  এবং  স্বক্রিয় হলে  উপরের  মতো  উপসর্গ  দেখা

 দেয় ।

স্বক্রিয় এবং  নিস্ক্রিয়  ভাইরাস  কিভাবে

 বুঝা  যায় ?

রক্ত  টেস্ট  করে ।

আগে  থেকে Hbsag  পজিটিভ  থাকলে  গর্ভধারণে  কোন  নিসেধ  নাই  তবে গাইনী ও লিভার  বিশেষজ্ঞর  তত্ববাধনে থাকতে  হবে ।  স্বামীর  Hbsag করাতে  হবে এবং  নেগেটিভ  হলে  ৩ ডোজ  টিকে  দিতে  হবে  ।

প্রসবের  পর   বাচ্চার  নাড় থেকে রক্ত  নিয়া  Hbsag  করাতে  হবে ;নেগেটিভ  হলে  বাচ্চাকে  ভ্যাকসিন  ও  ইমিউনো গ্লোবুলীন   ইনজেকশন  দেওয়ার  মানসিক  ও অর্থিক  প্রস্তুতি  থাকতে  হবে।  qইনজেকশন  ২ টি  দেওয়ার  পর  বাচ্চাকে  মা  নিজের  দুধ  পান  করাতে  পারবেন ।

বর্তমানে  হেপাটাইটিস বি  প্রতিরোধের  ভ্যাকসিন এবং  ভাইরাস  নির্মূল  করার  ঔষধ  বাংলাদেশে  পাওয়া  যায় ;সুতরাং  আতংকিত  না হয়ে  সচেতন  হবেন  ও  যথাসময়ে   অবস্থা  অনুযায়ী  ব্যবস্থা  নিবেন ।

গর্ভাবস্থায়  ভাইরাস  স্বস্ক্রিয়   হলে মায়ের  জন্ডিস  হয় । এরূপ  হলে  গর্ভবতীকে  হাসপাতালে  ভর্তি  করে  প্রসূতি  ও লিভার  বিশেষজ্ঞদের  নিবিড়  পর্যবেক্ষনে দলগত  চিকিৎসা  নিতে  হবে ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top