গর্ভকালীন / প্রসব পূর্ব যত্ন (Antenatal care )

গর্ভকালীন  / প্রসব  পূর্ব  যত্ন (Antenatal care ):

গর্ভবতী  মা ও গর্ভস্থ  সন্তানের  সার্বিক  সুস্থতার  প্রত্যাশায়  গর্ভবতী  ও পরিবারের  সদস্যদের  স্বাস্থ্যসেবা  সম্বন্ধে  বেশ  কিছু নিয়ম  এবং তথ্য  জানতে  হবে । অশুন  আমরা  জেনে  নেই  সেগুলো —

গর্ভ  নিস্চিতো  হলেই  শুরু  করতে হবে গর্ভবতীর  নিয়মিত  স্বাস্থ্যপরীক্ষা যাকে  বলা  হয়  জন্মপূর্ব /প্রসবপূর্ব  বা  গর্ভকালীন  যত্ন (Antenatal Care) .

প্রসবপূর্ব  যত্ন পাওয়া  যাই  প্রতিটি  সরকারি  হাসপাতালে ।কেউ  কেউ  প্রসূতি  বিশেষজ্ঞ  এর  শরনাপন্ন  হন ।

গর্ভাবস্থায়  প্রসবপূর্ব  যত্ন নিম্নোক্তভাবে  নেওয়ার  নিয়ম —

১।গর্ভের  ৭ মাস  পর্যন্ত  প্রতিমাসে  ১বার

২।অস্টম  মাসে  ১৫ দিন  পর  পর ২ বার

৩।অস্টম  মাস  পূর্ন  হবার   পর  থেকে  সন্তান  ভুমিস্ট  হওয়ার  পূর্ব  পর্যন্ত  এক  সপ্তাহ  পর  পর ।

উল্লেখ্য  এই  যে . গর্ভাবস্থায়  কোন  সমস্যা  না  হলে  উক্ত  নিয়মে গর্ভকালীন  যত্ন  প্রজোয্য কিন্তু  অসুবিধা  হলে  তাৎক্ষনিকভাবে

  স্বাস্থ্যসেবা  নিতে  হবে ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top