কোন কোন ক্ষেত্রে জন্মনিরোধ পিল / বড়ি অকাট্য / পুরোদস্তুর নিষিদ্ধ (Absolute Cotraindications of Oral pill for birth control )

কোন কোন  ক্ষেত্রে  জন্মনিরোধ  পিল / বড়ি  অকাট্য / পুরোদস্তুর  নিষিদ্ধ (Absolute  Cotraindications of Oral pill for  birth  control )

জন্মনিয়ন্ত্রণ  কার্যক্রমের  সফলতার  মান ১০০% এ  উন্নীতকরনে  সরকারি  ও বেসরকারি সংস্থার  সেবার  অগ্রগতি  চলমান  থাকা সত্তেও

মহিলারা  আসে -পাশের  কারও  কাছে  শুনে  নিজেরাই  পিল  খেতে  শুরু  করেন -এটা  স্বাস্থ্যসম্মত   / নিরাপদ  নয় -যা  পরবর্তীতে  অনেক  জটিলতার  খেসারত  দিতে  হয় ;এমনকি  জীবনের  ঝুঁকি  থাকে ।  সুতরাং

পিল শুরুর  আগে  ডাক্তার  দেখায়ে  খাওয়া  ণিস্চিত  করা  জরুরী  কোন পিল  কোন  নারীর  জন্য  উপযোগী ।

 আজ  আমরা  জানাবো  কোন কোন  ক্ষেত্রে  জন্মনিরোধ  পিল / বড়ি  অকাট্য / পুরোদস্তুর  নিষিদ্ধ (Absolute  Cotraindications of Oral pill for  birth  control ) :

*  সম্প্রতি স্ট্রোক /Stroke এর অতীত  ইতিহাস  বা  ঝুঁকি  থাকলে ।

*পায়ের  কাফ  মাসুলে বা  ডিমে  ব্যথা  থাকলে

* রক্ত  জমাট  বাঁধা  রোগ থাকলে (Thrombophlebitis)

*  ব্রেন  বা হার্টের   রক্তবাহী  নালীর রোগ  *থাকলে ।

* প্রচণ্ড  মাথা  ব্যথায় (Migrain) ভূগলে ।

* লিভার সীরোসীস  বা cancer  থাকলে  ।

* স্তনে  ক্যানসার  থাকলে ।

* শরীরের  কোন  অংগে  ইস্ট্রোজেন  নির্ভরশীল  টিউমার  থাকলে ।

* প্রজননতন্ত্রের  কারন  না  জানা  রক্তক্ষরণের  ইতিহাস থাকলে  ।

 * বহুকাল ধরে অনিয়ন্ত্রিত  প্রেসার / ডায়াবেটিস  থাকলে ।

*  অতিরিক্ত  মোটা(Obesity )  হলে ।

* রক্তে  কোলেস্টেরল  এর  অধিক  মাত্রা

 চলতে  থাকলে ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top