কিডনি রোগ থাকলে /কিডনি বদলালে (kidney transplant ) বা ডায়ালাইসিস চললে গর্ভধারণ করা যাবে ?
কোমর বা পিট ব্যথা হলেই টেস্ট না করেই আমরা কিডনি রোগ হয়েছে ভেবে ঘাবড়ে যাই -যা আমাদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলে ;এমনটি হতে না দেওয়ার জন্য ডাক্তারকে দেখায়ে মাত্র ২ টি টেস্ট করেই নিশ্চিত হওয়া যাবে কিডনী রোগ ।
কিডনির অবস্থান ও সংখ্যা :
আমাদের শরীরে ২ টি কিডনি রয়েছে যাদের অবস্থান কোমরের কিছু উপরে এবং
শিরদাঁড়ার দুপাশে।
কিডনির কাজ :
* আমাদের শরীরের বর্জ্য পরিশোধন করে রক্ত থেকে সেগুলো প্রস্রাবের মাধ্যমে বের করা ।
* রক্ত তৈরির পদ্ধতিকে সহায়তা করা ।
* শরীরে ভিটামিন ডি এর মাত্রা ঠিক রাখা ।
কোন কারনে কিডনির কর্মক্ষমতা লোপ পেলে কিডনি রোগ হয় ।
কিডনি রোগের কারণগুলি কি কি :
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
অনিয়ন্ত্রিত উচ্চ -রক্তচাপ
ব্যথার মেডিসিন এবং কিছু এন্টিবাওটিক
অপরিকল্পিতভাবে এবং অনেক সময় ধরে খেলে ।
বার বার প্রস্রাবের ইনফেকশন
বিষাক্ত রাসায়নিক মিশ্রিত খাবার
ভেজাল খাবার /ফ্লেভারযুক্ত খাবার
প্যাকেট বা বোতল বন্দী খাবার
প্রক্রিয়াজাত (processed )খাবার
ভাঁজা – পোড়া খাবার
প্রাণীজ চর্বি অধিক মাত্রায় খাওয়া
পানি কম খাওয়া
প্রস্রাব নির্গমনের বাধার কারন থাকা
প্রস্রাবের ইনফেকশন চিকিৎসার অপ্রতুলতা
জন্মগত পোলিসিস্টিক কিডনি ডিজিজ
কিডনি রোগের ধাপ :
কিডনির কাজের অক্ষমতা অনুযায়ী কিডনি রোগের ৫ টি ধাপ রয়েছে ।
সব ধাপের রোগীরা কি গর্ভধারণ করতে পারবেন ?
না —
প্রথম ও দ্বিতীয় ধাপের কিডনীর রোগের মহিলারা নিরাপদে বাচ্চা নিতে পারেন ; তবে কিডনি রোগ ও স্ত্রীরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞদের সরাসরি তত্বাবধানে থাকতে হবে ।
বাচ্চার কি কোন অসুবিধা হতে পারে ?
হা .কম ওজন এর বাচ্চা সময়ের আগে জন্ম নিতে পারে ।
মায়ের কি কোন ঝুঁকি থাকে ?
হা . প্রিএকলামসিয়া এবং কিডনি রোগের ধাপ এগুতে পারে ।
কিডনি ট্রান্সপ্লান্ট এর রোগী ট্রান্সপ্লান্ট এর ১ বছর পর বাচ্চা নিতে পারবেন ।
ডায়ালাইসিস চলছে এমন রোগীর গর্ভধারণ ণিসিদ্ধ ।
ডাঃ নুরজাহান বেগম
সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়