สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
কিছু কিছূ খাদ্য আমাদের সন্তানদের অল্প বয়সে বয়ঃসন্ধিকালে পৌঁছে দিচ্ছে - Prof. Dr. Nurjahan Begum

কিছু কিছূ খাদ্য আমাদের সন্তানদের অল্প বয়সে বয়ঃসন্ধিকালে পৌঁছে দিচ্ছে

আজ  আমরা  জানাবো  কিছু  কিছূ  খাদ্য  আমাদের  সন্তানদের অল্প  বয়সে  বয়ঃসন্ধিকালে  পৌঁছে  দিচ্ছে :

ফার্মের  মুরগির  ডিম  ও মাংস

হরমোন প্রয়োগের  মাধ্যম যে  সব গরু মোটা -তাজা  করা  হয় -সেগুলোর  মাংস ।

কৃত্রিম  সারের সহায়তায় উৎপাদিত  শাকসবজি

প্লাস্টিক/পলিথিন  ব্যাগ -কন্টেনারে  রক্ষিত খাদ্য  ।

প্রোসেসড  খোদা  ।

ফাস্ট  ফুড  ।

উক্ত  ধরনের  খাদ্য  খাবারের  ফলে  মেয়ে ও ছেলে  সন্তানরা  যথাক্রমে  ৮ এবং  ৯ বছরের  আগেই  বয়ঃসন্ধিকালে  পৌঁছে  যাচ্ছে । ফলতঃ লম্বা  হচ্ছেনা ।  হটাৎ  সমবয়সীদের  চেয়ে দেহের  পরিবর্তন  অন্যরকম  খেওয়াল  করে  তারা  বিসন্নো  থাকে । বাবা-মা  বিচলিত  হন ।

অতএব . শিশুদের  খাদ্য  পরিবেশনে আমাদের সচেতন  থাকতে  হবে ।

ইঁচড়েপাকা  বয়ঃসন্ধিকাল  দিন দিন বেড়ে চলেছে ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top