এন্ডমেট্রিওসিস পর্ব -১

এন্ডমেট্রিওসিস  পর্ব  -১ 

এন্ডোমেট্রিওসিস .  বন্ধ্যত্বের  উপর  এর  প্রভাব  এবং  প্রতিকার :

এন্ডমেট্রিওসিসা  হচ্ছে এক  ধরনের  মহিলা  রোগ যা  মেয়েদের  প্রজননকালে  দেখা  যায় । জরায়ুর  সবচেয়ের  ভিতরের  আবরনকে  এন্ডোমেট্রিয়াম  বলে .ডিম্বাশয়  এর  হরমোনের  প্রভাবে প্রতিমাসে  এই  এন্ডোমেট্রিয়াম   পুরু  হয় এবং  গর্ভধারণ  না  হলে  ভেংগে  গেলে  পিরিয়ড  হয় । 

উক্ত  এন্ডমেট্রিয়াম  জরায়ুর  ভিতর  ছাড়া  শরীরের  অন্য  জায়গায়  প্রতিস্থাপিত  হয়ে  মাসিকের  সময়  বৃদ্ধি  পোয়ে  অনাকাংখিত  অবস্থানে  রক্তক্ষরন  হলে  এন্ডোমেট্রিওসিস  বলে  । এ  ধরনের  এন্ডোমেট্রিয়ামকে এক্টোপিক  এন্ডমেট্রিয়াম  বলে । 

কোথায় কোথায় এন্ডোমেট্রিওসীস হয় ?

ডিম্বাশয় 

টিউব 

জরায়ুর  পৃস্ঠতলে 

বোস্টিকোটরের  পাতলা  পর্দায় (পেরিটোনিয়ম )

ওমেন্টম (omentum )

অন্ত্রে  (intestine )

ইউটেরোস্যাকরাল  লিগামেন্ট (uterosacral  ligament )

মূত্রথলিতে 

নাভিতে 

 সিজার  অপারেশন  এর  কাটা  জায়গায় 

tইপিসিওটমির  (delivery  এর  সময়  বাহির  যৌনাঙ্গের  কাটা)  জায়গাই সেলাই এর  জোড়ায় ।

 উপসর্গ   কি  কি ?

 কিছু  ক্ষেত্রে কোন  উপসর্গ  নাও  থাকতে  পারে

পিরিয়ডের  সময়  স্বাভাবিক  এর  চেয়ে  বেশি  রক্তক্ষরন 

দুই  মাসিকের  মধ্যবর্তী  সময়ে  অল্প  অল্প  (spotting ) করে  রক্ত  যাওয়া 

পিরিয়ডের  সময়  প্রচুর  পেটে  ব্যথা  ;শেষের  দিকে  সবচেয়ে  বেশি  ব্যথা 

সারা  মাস  জুড়ে  কিছু  ব্যথা  থেকেই  যায় 

পায়খানা / প্রস্রাবের  সময়  ব্যথা 

শারীরিক  মিলনে  ব্যথা 

গর্ভধারণ  না  করা (বন্ধ্যাত্ব ) 

ব্যথার  ধরন  কেমন ?

ছুরিকাঘাতের  মত /টান  দিয়া  সব  নাড়ি  বের  করার  মত । 

ব্যথা লাঘবের  জন্য  কি  করতে  হয় ? ব্যথানাশক  ঔষধ  সেবন /ইনজেকশন /ডুস  নিতে  হয় । অনেক সময়  এ  ব্যথা  এতোই  বেশি  হয়  যে  রুগী  কোন  কাজই  করতে  পারেন না.জীবনযাপন  দুর্বিসহ  হয়ে  পড়ে ।

 এন্ডোমেট্রিওসিসের বিস্তোরের উপর  কি  ব্যথা  নির্ভর  করে ?

 সবসময়  বিস্তোরের  উপর  কি  ব্যথা  নির্ভর করে ?

 করেনা ; অনেকে  বন্ধ্যাত্ব  নিয়া  আসলে  এন্ডোমেট্রিওসিস ধরা পড়ে ;অনেকে  আবার  সল্প  এন্ডোমেট্রিওসিস  এ  অনেক  উপসর্গ  নিয়া  আসেন ।  

অবিবাহিত  অল্প  বয়সের  মেয়েদের  কি  এটা হতে  পারে ? 

হা 

এসব  মেয়েদের  জন্য  ভালো কোন  পরামর্শ  আছে ?

হা ;যেহেতু  এরোগ  একবার  হলে  থেমে  থাকেনা  সেহেতু  অভিভাবকদের  তাড়াতাড়ি  মেয়েদের  বিবাহ  দিয়া  বাচ্চা  নেওয়ার  জন্য  সচেতন   করান ।

 বাচ্চা   নিলে  কি সুবিধা  হবে  ?

বাচ্চা গর্ভে  থাকলে  ও স্তন্যদান  করলে  রোগীর  পিরিয়ড  বন্ধ  থাকে  বলে  অস্বাভাবিক  জায়গার  এনোডোমেট্রিয়াম  থেকে  দির্ঘোদিঁন  রক্তক্ষরন না  ঘটায়  ওগুলো  নিস্ক্রিয়  এবং  নিশ্চিহ্ন  হয়ে  যায়  ও  এ রোগ  ভালো  হয়ে  যেতে  পারে । 

এন্ডোমেট্রিওসিস  কিভাবে  ডায়াগনোসিস  করা  যাবে ? 

* ইতিহসে  পিরিয়ডের  সময়  বিশেষ  বৈশিস্ট  ধরনের  ব্যথা এ  রোগের  খেয় দেয়  । 

*USG-এ  রোগ  অতিরিক্ত  মাত্রায়  বিস্তর  হলে  ও এন্ডোমেট্রিওটিক  সিস্ট  বা  চকোলেট  সিস্ট 

 তৈরি  হলে  usg  এ  ধরা  পড়ে । 

* ল্যাপারোস্কোপী -এটি  সবচেয়ে  ভালো  উপায় ;একই  সাথে  রোগ  নির্নয় .বিস্তর এবং  চিকিৎসা  দেওয়া  যায় । 

পরবর্তীতে  আমরা  জানবো  এ  রোগের  বিস্তর ..চকোলেট  সিস্ট জটিলতা  ও  চিকিৎসা  সম্বন্ধে  ।

Scroll to Top