ইসলাম ও ইচ্ছাকৃত গর্ভপাত :

ইসলাম  ও ইচ্ছাকৃত গর্ভপাত :

বিভিন্ন ধর্মে  গর্ভপাত  সম্বন্ধে  কি  বলা  হয়েছে  তা  বলতে  পারবো না ।

রাসূল (স 🙂 বলেছেন – ‘জা – লিকাল ওয়াদুল  কাফি ‘ অর্থাৎ  এটি  গোপন  হত্যা । এটা  গোপনীয়ভাবে  ভ্রুন  হত্যা – যেটি  ইসলাম  ধর্মে  সম্পূর্নভাবে  হারাম  করা  হয়েছে ।

তিনি  সতর্কবানী  সহ কঠিন  শাস্তির  কথা  উল্লেখ  করেছেন । তাই  এটি  হারাম – এতে  কোন  সন্দেহ  নাই ।

অনেক  আলেম  বলেন . ইচ্ছাকৃত  গর্ভপাতের  পর কেউ  যদি  অপরাধবোধে  অনুতপ্ত  হয়ে  তওবা  করেন তবে  আল্লাহ  মাফ  করতে  পারেন ;কোন  কাফফারা  দিয়া  গর্ভপাতের  পাপ  খন্ডনের কোনো  উল্লেখ  এখনও  কেউ  বলেন  নাই ।

যেসব   ক্ষেত্রে  ইসলাম  গর্ভপাত  অনুমোদন  করেন –

১। গর্ভবতীর জীবনের হুমকি।

২ ।ধর্ষনের ক্ষেত্রে ।

৩ । শিশুর বিকলাঙ্গতার আসংকায় ।

গর্ভপাতে শুধু  পাপ  হয়  তা  নয়  গর্ভবতী

নানা  ধরনের  জটিলতার  শিকার  হন ; কিচুক্ষেত্রে  প্রানহানীও  ঘটে ।

এবং

সুতরাং .আমরা  জন্মনিয়ন্ত্রণ  করার  জন্য  সবাইকে  উৎসাহিত  করি  এবং  গর্ভপাত  না  করার  পরামর্শ  দেই ।

Scroll to Top