অস্বাভাবিক প্রেগনেন্সি কি :
অস্বাভাবিক প্রেগনেন্সি বলতে আমরা বুঝি *মোলার প্রেগনেন্সি .
*এক্টোপিক প্রেগনেন্সি
আসুন আমরা মোলার প্রেগনেন্সি সম্বন্ধে কিছু জানার চেস্টা করি —-
মোলার প্রেগনেন্সি হচেছ অস্বাভাবিক প্রেগনেন্সি -এতে গর্ভফুল অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। গোর্ভোফূল আঙ্গুরের গুচ্ছের মতো অগনিত জলোকোষ (cyst ) এ রূপান্তরিত হয় ।
মোলার প্রেগনেন্সি হলে কি কি উপসর্গ হয়-
এই ধরণের প্রেগনেন্সিতে পেট গর্ভকালের তুলনায় বেশি বড় দেখায় ।
প্রথম তিন মাসের মধ্যে অল্প অল্প রক্তক্ষরণ ও আঙ্গুরদানার মতো থোকা থোকা জিনিস জরায়ু হতে বের হয় ।
বাদামি রং এর স্রাব যায়
অত্যধিক বমি হয়
ব্লাড প্রেসার বাড়ে
পেটে ব্যথা লাগে
কারন :
Gene পরিবর্তনের ফলে ত্রুটিযুক্ত ভ্রুন তৈরী হলে মোলার প্রেগনেন্সি হয় ।
সম্ভাবনা কাদের বেশি :
*১৭ বছরের আগে বা ৩৫ বছরের পরে প্রেগনেন্সি হলে
*নিকটতম আত্তীয় এর মধ্যে বিবাহ হলে
মোলার প্রেগনেন্সি একই মহিলার কি পুনরায় হয় –
হা .১-২% ক্ষেত্রে পুনরায় হতে পারে
মোলার প্রেগনেন্সির পর কি স্বাভাবিক প্রেগনেন্সি হয় ?
হা
মোলার প্রেগনেন্সি কিভাবে নির্নয় করা যায় ?
তলপেটের USG এবং রক্তে ও প্রস্রাবে hcg হরমোনের অধিক মাত্রা মেপে
কি চিকিৎসা :
suction curettage করে জরায়ু থেকে সব জলকোষ বের করে ফেলা
অথবা –
জরায়ু ফেলা -যাঁদের বয়স বেশি এবং বাচ্চা নেওয়া্র দরকার নাই
চিকিৎসা পরবর্তী ফলোআপ করা দরকার ?
হা .৬ মাস থেকে ১ বছর ফলোআপ জরুরি ।
কত সময় পর পুনরায় বাচ্চা নেওয়া যাবে ?
চিকিৎসার ১ বছর পর নিলে ভালো
এ প্রেগনেন্সি কি ক্যানসার ?
না
পরবর্তীতে ক্যানসারের স্বমভাবনা আছে ?
হা ১-.২% ক্ষেত্রে
কাজেই ফলো -আপ অপরিহার্য্য।
ডাঃ নুরজাহান বেগম
সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়