অনিয়মিত পিরিয়ড. .অত্যাধিক রক্ত-ক্ষরণ. পেটে ব্যথা এবং পেটে বলের মতোই জিনিসের চলাচলের অনুভূতির কারন উদঘাটন ও প্রতিকার

অনিয়মিত পিরিয়ড. .অত্যাধিক  রক্ত-ক্ষরণ. পেটে ব্যথা এবং পেটে  বলের  মতোই  জিনিসের  চলাচলের  অনুভূতির কারন  উদঘাটন  ও  প্রতিকার :  

৩৩ বছর  বয়স্ক  মিসেস  আইরিন ( মানিকগঞ্জের ) উপরোক্ত সমস্যা নিয়া  আমার  কাছে  আসলে  পরীক্ষা – নিরীক্ষায়  ধরা  পড়লো  তাঁর  ২ ওভারিতে  টিউমার ;ডান  দিকের  টা  বেশি  বড় এবং জরায়ুর  পিছনে  জমানো  তরল  পদার্থ ।

আইরিন . উচ্চ শিক্ষিত এবং  অত্যন্ত  সংবেদনশীল । তিনি  বলতেন  বলের  মতো  কিছু  একটা  পেটের  ডানদিকে  উঠে – নামে  ।

তাঁর  একটি  ৫ বছরের  বাচ্চা  আছে ;তিনি  গর্ভধারণে  ইচ্ছুক ।  USG এ  তাঁর  ডান  সিস্ট  ৮ সেন্টিমিটার  এর  বেশি  ছিল; সিস্টে অনেক  কোস্ট  ছিল এবং  কিছু  অংশ  শক্ত (Solid ) ছিল।

অপারেশন  এর  প্রস্তুতি চলাকালীন  তাঁর  বাম  দিকের  সিস্ট ফেটে গেলে  তিনি  পেটে  অসহনীয়  ব্যথা  নিয়া  ভর্তি  হলে  তাঁর  সিস্ট  ২ টি  ফেলে  দিয়া  ওভারি  ২ টো  সংরক্ষন  করলাম কারন  তাঁর  বয়স  কম এবং  বাচ্চা  নিতে  ইচ্ছুক ।

অপারেশনের  সময়  বাম  দিকের  টা  চোকোলট সিস্ট  এবং  ডানের  টা  সাধারন  সিস্ট  মনে  হয়েছে .শক্ত  অংশ  ওভারিরই ।

  তাঁর  টিউব  টেস্টও  করে  দিয়াছি ।  ২ টি  টিউব  ই  খোলা  আছে ; আশা  করি  তিনি  গর্ভধারণ  এ  সক্ষম  হবেন  ভবিষ্যতে ।

সিস্টগুলোর  তরল  ও দেওয়াল  হিস্টোপ্যাথলজি  পরীক্ষার জন্য  পাঠানো  হয়েছে ।  আইরিন  এখন  সুস্থ্য ।  আমিন  ।

ডাঃ নুরজাহান বেগম

সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Scroll to Top