২ টি জরায়ু ও ১ বাচ্চা –
সুস্থ্য _সবল সন্তানের মা হলেন মিসেস মরিয়া আশ্চর্যজনকভাবে ২টি জরায়ু নিয়া :
আল্লাহর সৃস্টির রহস্য বুঝার ক্ষমতা
আমাদের মতো সাধারন মানুষের নাই । জন্মগতভাবে কোন কোন নারীর জরায়ু থাকেনা আবার কারোও একাধিক জরায়ু থাকে ।
মিসেস মরিয়া বয়স ২৩ এর বস্তিকোটরে ২ টি জরায়ু আছে ; সিজারের আগে তিনি জানতেন না । গর্ভধারনের আগে মাসিকের সময় তলপেটে ব্যথা পেতেন কিন্তু পাত্তা দিতেন না । গর্ভাবস্থায় তিনি প্রসব পূর্ব চেক -আপ করান স্বাস্হ্যকর্মী দিয়া মাত্র ১ বার এবং গর্ভপূর্ব চেক -আপ তিনি করেন নাই ।
অপরিকল্পিত ভাবে তিনি গর্ভবতী হন ।
সম্ভাব্য প্রসবের তারিখের ৭ দিন আগে তাঁর প্রসব বেদনা শুরু হয় কিন্তু প্রসব পদ্ধতির উন্নতি না হলে ২৪ ঘন্টা পর হাসপাতালে ভর্তি হন । পেট পরীক্ষায় দেখা গেল বাচ্চা পেটের বাম দিকে এবং পেট ঘন ঘন শক্ত হতে ।
প্রসব বিলম্বিত বিধায় সিজার করে বাচ্চা ডেলিভারি করা হলো ।
সিজারের পর তাঁর শরীরে ২ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে ; প্রসব পরবর্তী বেশি রক্তক্ষরন এর চিকিৎসা হিসেবে ।
গর্ভ পরিকল্পিত হলে. গর্ভ এবং প্রসবপূর্বো যত্নে থাকলে তাঁর প্রসব বিলম্বিত হতোনা ও আক্কাষিকভাবে রক্ত জোগাড় করার বিড়ম্বনায় তাঁর আত্তীয় স্বজনদের পড়তে হতনা । সুতরাং ;পরিকল্পিত গর্ভ .গর্ভপূর্ব ও প্রসবপূর্ব যত্ন এবং হাসপাতালে ডেলিভারি করার জন্য আমাদের স্বচেতন হতে হবে ।
এখন মা ও বাচ্চা সুস্থ্য । আমিন ।
নিম্নে ২ হাতে ২ টি জরায়ুর ছবি ।
ডাঃ নুরজাহান বেগম
সহযোগী অধ্যাপক (বন্ধ্যাত্ব ও প্রজনন)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়