মেয়েদের জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিন / টিকা সম্বন্ধে কিছু জরুরি তথ্য;
* ভ্যাকসিন/ টিকা –
জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধের টিকা আবিস্কার চিকিৎসা বিজ্ঞানের এক বিস্ময়কর এবং আশাব্যঞ্জক অবদান ।
একমাত্র জরায়ুর মুখের ক্যানসার প্রতিরোধের টিকা পাওয়া যায় -অন্য কোন
ক্যানসারের টিকা অদ্যাবধি আবিস্কার হয়নি ।
জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধের / vaccin / টিকা পৃথিবীর সর্বত্রই চলছে এবং এটা FDA অনুমোদিত বলে ভয়ের কিছু নেই ।
টিকা কিভাবে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধ করে ?
এ -ক্যান্সার এর কারন হচ্ছে:- HPV (৯৯%) নামক ভাইরাস যা সহবাসের মাধ্যোমে মেয়েদের শরীরে প্রবেশ করে জরায়ুর মুখেr কোষকে ড্যামেজ / ক্ষতি করে ক্যান্সার করে ।
টিকা নিলে উক্ত ভাইরাস এর বিরুদ্ধে এন্টিবডি (জীবানুরোধক তরল পদার্থ ) শরীরে তৈরি হয় যা HPV এর আগ্রাসন থেকে মেয়েদের জরায়ুর মুখকে সুরক্ষিত রাখে । ফলতঃ জরায়ুর মুখের ক্যান্সার হয়না ।
জরায়ুর মুখের ক্যানসার প্রতিরোধে কয় ধরনের ভ্যাকসিন পাওয়া যায় ?
২ ধরনের –
১। Cervarix -১৬ ও ১৮ নং HPV এর বিপরীতে কাজ করে ।
২।Gardasil- HPV ১৬.১৮.৬ ১১ এর বিপরীতে এন্টিবডি তৈরি করে ।
* টিকা নেওয়ার বয়স 😕
৯ থেকে ২৬ বছর পর্যন্ত ।
টিকা নেওয়ার উপযুক্ত বয়স কতো এবং কেন ?
৯ থেকে ১৩ বছর ; এ বয়সে যৌনকর্মে লিপ্ত হয়না বলে HPV মেয়েদের শরীরে প্রবেশ করতে পারেনা ।
* সর্বোচ্চ কত বছর পর্যন্ত নেওয়া যায় ?
৪৫ বছর পর্যন্ত ।
* কোন বয়সে নিলে বেশি কার্যকর হয় এবং কেন ?
৯ থেকে ১৩ বছরের মধ্যে ।
* কারন এ বয়সে যৌনকর্মে মেয়েরা লিপ্ত হয় না বলে HPV শরীরে প্রবেশের আগেই এর ( HPV ভাইরাস) বিরুদ্ধে এন্তিবডি তৈরি হয়ে থাকে। ।
* কয় ডোজ নিতে হয় ?
৩ ডোজ ।
* ডোজগুলো কিভাবে নিতে হয় ?
প্রথম ডোজ শুরুর ১ মাস পর দ্বিতীয়টি এবং ৬ মাস পর তৃতীয়টি ।
* টিকাগুলো শিরায় না মাংসপেশিতে নেওয়া হয় ?
মাংসপেশীতে ।
* কোথাকার মাংশপেশীতে ?
* হাতের (ডেল্টয়েড মাংশপেশীতে)
* একবার টিকা নিলে কতোদিন কার্যকারিতা অক্ষুন্ন থাকে ?
১০ বছর (মতান্তরে ৪- ৬ বছর )
* আমাদের দেশে সরকার ফ্রি দিতে পারেন ?
না ..প্রচেস্টা চলছে ।
ভ্যাকসিন কতো ভাগ সুরক্ষা দেয় ?
৭০-৮০ % ।
টিকা পুরো সুরক্ষা দেয় না কেন?
২০০ এরও বেশি টাইপের HPV রয়েছে কিন্তু বর্তমানে যে দুধরনের টিকা পাওয়া যায়
সেটিকাদ্বয় মাত্র ২ বা ৪ টাইপের বিপরীতে এন্টিবডি তৈরি করতে পারে ।
* পুরো কোর্স সম্পন্ন করতে কতো টাকা লাগে ?
প্রায় ৫/ ৬ হাজার টাকা যদি Cervarix নেওয়া হয় । পক্ষান্তরে .Gardasil নিলে ১২ হাজার টাকা খরচ লাগতে পারে ।
দুর্ভাগ্যবশতঃ বর্তমানে বহুগুন চওড়া দামে কোন ফার্মেসিতে পাওয়া যায় অথবা Out Of Market..
খবরমতে জানুয়ারি ২০২০ থেকে Gardasil এর সরবরাহ পর্যাপ্ত হবে ।
* টিকা নিলে কি স্ক্রিনিং করা লাগেনা ?
নিয়মিত স্ক্রিনিং লাগে ।
* কেন স্ক্রিনিং লাগে ?
২০০ এর বেশি HPV প্রজাতি রয়েছে .কিন্তু টিকা মাত্র ২ টি বা ৪ টির বিপরীতে ।