প্যাপ টেস্ট (Pap’s Smear/ Test) কি ? এই টেস্ট এর উপকারিতা ও পূর্ব -পরবর্তী শর্তবোলী কি কি ?প্রেগনেন্সিতে উক্ত টেস্ট করা যাবে ?কখন এই টেস্ট শুরু করা হয় ?
প্যাপ টেস্ট হচ্ছে জরায়ুর মুখের কোষের পরিবর্তন মাইক্রোস্কোপের সাহায্য নির্নয়ের টেস্ট । এটি সার্ভীক্যাল ক্যান্সার স্ক্রিনিং এর জন্য খুব ভালো টেস্ট । উক্ত টেস্ট করার পূর্বে ও পরে কিছু সতর্কতা মেনে চলতে হয় ।
পূর্ব সতর্কতা :
১ । ৩ দিন আগে থেকে যোনিপথে জেলি .ফোম ডুস. ট্যাম্পুন. সাবান . ক্রিম ব্যবহার করা যাবেনা ।
২ । ২ দিন আগে থেকে সহবাস বন্ধ রাখতে হবে ।
৩। বাথ টাবে sampoo সাবান রাসায়নিক পদার্থ দিয়া ৩ দিন আগে থেকে ডুবে থাকা যাবেনা ।
৪ । মাসিকের ১০ থেকে ২০ দিনের মধ্যে প্যাপ
টেস্ট করতে হয় ।
পরবতী সতর্কতা:
১ । ২ দিন সহবাস বন্ধ রাখতে হবে ।
২ । টেস্ট এর পর রক্ত মিশ্রিত স্রাব বা রক্ত দেখা দিলে ৩ দিন বা রক্ত যাওয়া পর্যন্ত সহবাস বন্ধ রাখতে হবে ।
সতর্কতা অবলম্বনের সুবিধা কি কি –
* সঠিক রিপোর্ট ।
* জরায়ুর মুখ দিয়া HPV শরীরে প্রবেশ করতে পারে না ।
প্রেগনেন্সির প্রথম ৩ মাসে উক্ত টেস্ট করা
যাবে ।
সাধারনতঃ ২১ বছর বয়স থেকে বিবাহিত মেয়েদের এই টেস্ট শুরু করতে হয় অথবা যৌনকর্মে লিপ্ত হওয়া ৩ বছর পূর্ন হলেই এই টেস্ট করা প্রয়োজন ; যেটি আগে হবে ।
টেস্ট সম্বন্ধে কিছু জানা আমাদের জরুরী । কারন সঠিক রিপোর্ট রোগ নির্নয়ের সহায়ক । আর রোগ নির্নয় হলে চিকিৎসা খুবই ফলদায়ক হয় ।
কাজেই. যাঁরা টেস্ট দেন এবং টেস্ট করান তাঁদের নিয়মাবলী বলা ও মেনে চলা খুবই দরকার । পরীক্ষাগারের সংগ্রহকারী ব্যক্তি ও ডাক্তারকেও পারদর্শী হতে হবে । ভালো মানের ল্যাব থেকে টেস্ট করা প্রয়োজন ।