পেটে জমজ সন্তান থাকলে কি কি জটিলতা হতে পারে ? সুফল কি ?

পেটে  জমজ  সন্তান  থাকলে  কি কি  জটিলতা  হতে  পারে ? সুফল  কি ?

* গর্ভাবস্হায়  অতিরিক্ত  বমি (হাইপারইমেসিস  গ্রাভিডেরাম ) ।

* বেশি  বেশি  খারাপ  লাগা

* রক্তশূন্যতায়  ভূগা

* পুস্টিহীনতা

* জরায়ুতে  বেশি  পানি (polyhydramnios )

* বেবীদের  জন্মগত  ত্রুটি  হতে  পারে ।

* টুইন  টু  টুইন  ট্রান্সফিউশন ( এক  বেবি   বেশি  অক্সিজেন ও পুস্টি পায়  এবং  অন্য  বেবি  পুস্টিহীনতায় ভুগে ।

* এক  বেবি  পেটে  মারা  যেতে  পারে এবং  ২৪ ঘন্টার  মধ্যে  জীবিত  বেবির   প্রসব  না করালে উক্ত  বেবির  ব্রেনে  সমস্যা  হয় ।  এমনকি  দুটো  বেবিই  মারা  যেতে  পারে ।

* পেটে  অনেকদিন  বেবি  মৃত  অবস্থায়  হওয়ার  বেশিদিন  থাকলে  মায়ের  রক্তে  বিভিন্ন  ধরনের  পরিবর্তন   ঘটে  মায়ের  জটিল  অবস্থার  সৃস্টি  হয় এমনকি  মৃত্যু  ঘটতে  পারে ।

* মায়ের  ডায়াবেটিস  হয়  গর্ভাবস্থায়

 * গর্ভবতীর  প্রিএকলাম্পশিয়া এবং  একলাম্পশিয়া   হতে  পারে  । উক্ত  দুটি  অবস্থার  ফলে  মা – গর্ভস্থ  বেবি  উভয়ই  বিভিন্ন  স্বাস্থ্য সমস্যায়  ভুগতে পারেন।  ঠিকমতো  চিকিৎসা  না করলে  মায়ের  খিঁচুনি হয়ে  মারা  যাবার  ভয়  থাকে  বেবিও  মারা  যেতে  পারে ।

* বেবীদের  পজিশন  উল্টো  বা  আড়াআড়ি  থাকলে  সিজারের  সম্ভাবনা  বেড়েই  যায় ।

* প্রসবের  প্রসবোত্তর  অতিরিক্ত  রক্তক্ষরন ।  জরায়ু  বেশি  বড়  হওয়ার  জন্য   রক্তক্ষরন বেশি  হয় – নরমাল  ডেলিভারি  ও সিজার  উভয়  পদ্ধতিতেই  জরায়ু  থেকে  রক্তক্ষরন  হয় । জরায়ু  সহজে  সংকুচিত  হয়না ।

* গর্ভফুলের  আকৃতি ও অবস্থান  অস্বাভাবিক  হয়  বলে  রক্তক্ষরন  বেশি  হয়  এবং  সিজার  লাগে ।

* সময়ের  আগেই  পানি  ভেংগে  যেতে  পারে ।  ফলে  অপরিপক্ক  বেবি  প্রসব   হয়  যাদের  NICU  তে  রাখা  লাগে । NICU  ব়্যায়বহুল  এবং  সর্বত্র  প্রাপ্যনিয় নয় ।

* বেবির  থলে  ফেটে  গেলে  নাড়(umbelical  cord ) জরায়ুর  মুখ  দিয়া  বের  হয়ে  যায় এবং  ১০ মিনিটের  মধ্যে  প্রসব  করা না  হলে  বেবি  মারা  যায় ।

* অপরিপক্ক  বেবিরা   জন্ডিসে  ভুগে । কিচুক্ষেত্রে  মানসিক  প্রতিবন্ধীও  হতে  পারে । সময়ের  সাথে  সাথে সঠিক  বৃদ্ধি  নাও  হতে  পারে ।

গর্ভবতী  ও  তাঁর  পরিবারের  সদস্যরা  সচেতন  থাকলে  এবং  ভালো  প্রসূতি  বিশেষজ্ঞ  ও  হাসপাতাল  পেলে  উপরোক্ত  সব  খারাপ  পরিস্থিতির  মোকাবেলা  করা  সম্ভব ।  কাজেই  ভয়  না  পেয়ে  সচেতন ও  সুব্যবস্থা  নেওয়ার  জন্য  অনুরোধ  রইলো ।

সুফল :

একসাথে  দুটো  বেবি  পাওয়া  যায় ;বিশেষ  করে  বন্ধ্যা  দম্পতিরা  এক  সাথে  দুজন  বেবি  পেয়ে মাতৃত্ব  ও  পিতৃত্বের  চরম  সুখ  ভোগ  করেন ।

Scroll to Top