নরমালি / স্বাভাবিকভাবে সন্তান ধারনে বাধাপ্রদানকারী বা গর্ভধারণ হলেও চলমান না হওয়ার বেশ কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো সাধারনতঃ বাহির থেকে পরীক্ষা করা সম্ভব হয়ে উঠেনা :

চলুন , ফ্যাক্টরগুলো সম্বন্ধে আমরা আজ জানার চেস্টা করি –

* শুক্রানু ও ডিম্বানুর জিনগত সমস্যা

* ভ্রুনের জিনগত সমস্যা ।

* ডিম্বোনলির মুখে আংগুলের মতো যেসব ফিমবিরিয়া রয়েছে সেগুলো কাজ করতে না পারা , ফিমবিরিয়াগুলো ডিম ধরে টিউবের ভিতরে দেয় ।

* টিউব কাজ করতে না পারা – ইনফেকশন , প্রজননতন্ত্রের টিবি, endometriosis বা অপারেশনজনিত কারনে টিউব ও ওভারির অবস্থানের অসমন্বয় ঘটলে বা টিউব অন্য অঙ্গের সাথে জট পাকালে অথবা টিউব কাজ না করলে ।

* টিউবের ভিতরের আবরনে অবস্থিত সিলিয়া কাজ করতে না পারা । সিলিয়া ডিম ও ভ্রুন পরিসঞ্চালন করে । ভ্রুন পরিসঞ্চালন না হলে জরায়ুতে যেতে না পেরে , টিউবে ভ্রুন রয়েই যায় – যাকে আমরা এক্টোপিক প্রেগনেন্সি বলি ।

* জরায়ুর ভিতরের আবরনের ত্রুটির কারনে ভ্রুন প্রতিস্থাপন না হওয়া । হিস্টারোস্কোপ বা TVS এর সাহায্যে অনেক সময় উক্ত আবরণের ত্রুটি বুঝা যায়না । এই আবরণের ঘনত্ব ৭ মিলিমিটার এর কম হলে ভ্রুন
প্রতিস্থাপন হয়না ।

* জরায়ুতে টিউমার , .ইনফেকশন / জন্মগত ত্রুটিপূর্ণ জরায়ু হলে ভ্রুন প্রতিস্থাপনে বাঁধাপ্রাপ্ত হয় ।

* শরীরে বিদ্যমান বেশ কিছু জিন
সরাসরি ভ্রুনকে প্রতিস্থাপনে বাঁধা দেয়।

Scroll to Top