আপনি কি জানেন বন্ধ্যাত্ব দূরীকরনে আজকাল জরায়ু ভাড়া নেওয়া বা সারোগেসি/surrogacy হচ্ছে বেশ কিছু দেশে ?
কোন নারী যদি অন্যা নারীর ডিম এবং পুরুষের শুক্রানু দ্বারা উৎপন্ন ভ্রুন নিজের জরায়ুতে ধারন করে বাচ্চা প্রসব করেন তবে surrogacy বলি ।
যে নারী জরায়ুতে বাচ্চা ধারন করেন তাঁকে surrogate mother বলে ।
এই বাচ্চা কিন্তু সেই দম্পতির হবে যে দম্পতির ডিম্বানু ও শুক্রানু ব্যবহার হয়েছে । তবে surrogate mother অনেক সময় নিজের বাচ্চা বলে দাবী করেন ; যদিও বাচ্চাটি জিনগতভাবে যে দম্পতি জরায়ু ভাড়া নিয়াছেন সেই দম্পতির । দম্পতি ও জরায়ু ভাড়া দেওয়া নারীর মধ্যে চুক্তি লিপি থাকে ।
কখন জরায়ু ভাড়া নেওয়া হয় ?
* জরায়ুর জন্মগত ত্রুটির জন্য বন্ধ্যা হলে ।
* রোগের কারনে জরায়ু ফেলে দিলে ।
* বার বার IVF ফেল হলে ।
* প্রেগনেন্সির কস্ট ও জটিলতা এড়াতে ।
* গর্ভধারণের আধুনিক পদ্ধতি গ্রহনের পরও প্রেগন্যান্ট না হলে ।
আমাদের দেশে এটির প্রচলন নেই । প্রতিবেশি দেশ ভারতে এটি চলছে ।